মজনুর চোখে যতো জ্যোতি ঝরে লায়লার তরে প্রেম,
সেই প্রেমে তুমি খোঁজ আল্লাকে এইটুকু জানালেম।
নারী-পুরুষের পিরিতি যেমন ভোলায় সকল ভয়,
মরু ও সাগর, পর্বতমালা নিমেষেই করে জয়।
তেমনই চেতনা জাগে যদি মনে রহমান সেই নামে,
আমার আমিকে চিনে যাবে তুমি মানুষের ধরাধামে।
এসো, হে মানুষ অমিত প্রেমের! বিকশিত হও তুমি,
ঝেড়ে ফেলে দাও গোমরাহি যতো, মনের গোঁয়ার্তুমি।


সরল ও সোজা পথ চিনে চলো সত্যের রাহাবার,
চোখের অশ্রু, হৃদয়ের প্রেম মিশে হোক একাকার।
দেখবে তখন পরম সত্তা তোমার কলবে বসে,
করছে জিকির তারই নামে সে নবতর উল্লাসে।
স্রষ্টা এবং সৃষ্টি যখন একাকার হয়ে যায়,
আকাশ-সাগর, পাহাড় ও মরু কেঁপে ওঠে ঝঞ্ঝায়।


১১/১০/২০২০
মিরপুর, ঢাকা।


ফানাফিল্লাহ = আল্লাহর সর্বোচ্চ নৈকট্য
গোমরাহি = অজ্ঞতা
রাহাবার = পথ প্রদর্শক
কলব = দিল, হৃদয়