আমার ভালোবাসার প্রিয় ফিলিস্তিন!
বলো, আর কতকাল র'বে দীনহীন?
অগণিত দিন বহে রক্তের গঙ্গায়,
আজও বেঁচে আছো তুমি দুঃখ-বেদনায়।
নারী-শিশুসহ মরে জালিমের ঘায়ে,
মৃত্যু দেখে ক্লান্ত হই বড় নিরুপায়ে।
চরম বিষন্নতায় মূক হয়ে যাই,
মায়াহীন পাষণ্ডকে ধিক্কার জানাই।
এমন দুঃখেতে যাবো আর কতদিন?
ফিলিস্তিন! হে আমার প্রিয় ফিলিস্তিন।


অনন্ত দুর্যোগ আসে আটচল্লিশেতে,
গণহত্যা-আগ্রাসনে বিবাদে সংঘাতে  
উদ্বাস্তু প্রবাহ আজ চলে নিরন্তর,
গৃহহীন মানুষের বিলাপের স্বর
ভারাক্রান্ত করে তুলে মরু প্রকৃতিকে,
আরববাসী! কোথায়? ঘুমন্ত কি শীতে?
প্রতিশোধ যুদ্ধ হোক শান্তি-প্রয়োজনে,
আর কতকাল রবো বলো গৃহকোণে?
ফিলিস্তিনি কেঁদে যায় অনিশ্চিত হয়ে,
স্বস্তিময় স্বাভাবিক মৃত্যু চেয়ে চেয়ে।


নিজের বাস্তুতে আজ নিজে পরবাসী,
মাতৃভূমি নিয়ে যায় দুর্বৃত্ত সন্ত্রাসী।
দুঃসহ ব্যথায় কাঁদি বিষণ্ণ অন্তরে,
গৃহহীন হয়ে বাঁচি কিভাবে ভূধরে?
ধর্ম নয়, অর্থ নয়, ভালোবাসা দিতে,
স্বস্তিতে মরণ চাই স্বদেশ ভূমিতে।
বুকের ভেতরে জমে কালো দীর্ঘশ্বাস,
হতাশার মেদ বাড়ে হারিয়ে বিশ্বাস।
বিশ্ববিবেক! আছো কি? দেখো ফিলিস্তিন,
মুক্তি চায়, স্বস্তি চায়, কাঁদে প্রতিদিন।


মোটামোটা মাথাওয়ালা জাতিসংঘ শোনো-
'ফিলিস্তিন কেঁদে যায়, চুপ আছো কেনো'?


০১/০১/২০২৩
মিরপুর ঢাকা।