কবির স্বপ্নের কথা বড়ো মনোরম;
পাঠ করে সেই কথা উপশম হয়
জীবনের দুঃখরাশি। এক অবিনাশী
ভালোবাসা রেখে যায় তাঁরা মানুষের
মনে, অনন্ত মন্ত্রের স্বর্ণ-কবিতায়।
প্রেমবতী মননের ব্রতে জেগে উঠে
সৃষ্টির অনন্য কাব্য, মানুষের প্রেম,
এবং বিদ্রোহ-বাণী; অমিত তেজের।


পৃথিবীতে বার বার কবি ফিরে আসে
তারা, মঙ্গলের গানে; রক্তাক্ত বীণায়
সুর তোলে সাধারণ মানুষের কথা;
জাগতিক চাওয়া-পাওয়া ভুলে, অলৌকিক
চেতনায় কাজ করে। হয় সে ম্যাণ্ডেলা,
নয় তো মুজিব; যেন ফিনিক্স সন্তান।


১৯/০১/২০২১
মিরপুর, ঢাকা।