তখন ছিলাম নিদ্রামগ্ন মদের নেশার ঘোরে,
তোলপাড় করে ঝড় ছুটে এলো ঘুম ভেঙে দিলো ভোরে।
ভয়ার্ত প্রিয়তি জড়িয়ে ধরে, তখন বাহিরে বৃষ্টি,
ফণীর মতোন দুহাতে প্যাচায়, ঘটলো যে অনাসৃষ্টি।
অবাধ্যতার ঢেউ জাগে মনে, দেহের সাগর জলে
শিব-নটরাজ তোলপাড় নাচে, পার্বতী তাঁর কোলে।
ঝড়ের পিছনে ঝড় নেচে যায় দুরন্ত সেই ভোর,
বিলাসী প্রিয়তি শুয়ে থাকো বুকে, ভেঙে যাক ঘরদোর।


লণ্ডভণ্ড হয়ে যাক সব প্রবল ঝড়ের মুখে,
বেহুঁশ বেহুলা পড়ে থাকো তুমি লখিন্দরের বুকে।
বাহিরেতে ঝড়, অন্দরে ঝরে আনন্দ আহ্বানে
চরম সুখের পরম পরশ, রতিস্বেদ সুঘ্রাণে।
অবশেষে থামে বে-লাজ নাচের সর্পিনীগর্জন,
আন্ধারে জ্বলে অপাপবিদ্ধা প্রিয়তির সুখী মন।


০৪/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।