ফোস্কা পড়ে যে গায়েতে তাদের,
মনের ভেতরে কালিমা যাদের।
ততা ভাতে হয় বিলাই বেজার
        করে সে ভীষণ গোস্বা,
খাসি-মুরগীর মাংস থুইয়া
        দল বেঁধে সব মোষ খা।


তারা কি এজিদ, হোসেনের খুনী?
        অথবা কালের মীরজাফর?
তারা কি ঘসেটি বেগমের দল
        যড়যন্ত্রে বেঁধেছে বাসর!


তারা কি গোপন বৈঠক করে,
ছল-চাতুরীর কালকূট ঘরে?
        যেন জনকের খুনী মোসতাক!
তারা কি চাইছে পিছে নিয়ে যেতে,
গৃধ্র-লোভীদের অভিসম্পাতে,
        বহতা নদীর সুন্দর বাঁক?


গোস্বা কেনো রে তাদের মনেতে
        দিনে দিনে বাড়ে দ্বিগুণ হার?
অসুন্দরকে হানো রে আঘাত
        জাগবে সত্য চমৎকার!


৩১/১০/২০১৯
মিরপুর, ঢাকা।