ঘুমাও, ঘুমাও জননী, শান্তিতে ঘুমাও তুমি,
প্রকৃতির নীলাকাশে, নক্ষত্রের অপরূপ দেশে,
চাঁদনী প্রান্তরে; ঘুমাও, ঘুমাও তুমি।
পৃথিবীর আঙিনায় কতোদিন ঘুমাতে পারোনি,
সংসারের কতোশত জুট-ঝামেলায়।
অফুরন্ত কাজে ব্যস্ত ছিলে,
ঘুমহীন পরিক্রমায় কেটে গেছে পার্থিব জীবন;
আমি কখনো তোমাকে ঘুমন্ত দেখিনি,
কাক ডাকা ভোর থেকে দুপুররাত্রি অবধি।
কান পেতে শুনি আজ চাঁদনী রাতের ঘন নীলে,
তারাদের ছায়াপথে, নিস্তব্ধ প্রহরে,
ঘুমিয়ে তন্ময় তুমি, দুঃখজয়ী অমর্ত্য বালিকা!
ঘুমাও জননী, শান্তিতে ঘুমাও তুমি;
আকাশের আদরে ঘুমাও, জননী আমার।
অনির্বাণ সৌরকক্ষে আকাশের বিস্তর প্রান্তরে,
সমুদ্রব্যাপ্তিতে শুনি ঐকান্তিক মোহিনী আশিস-
'আমার সন্তান যেন থাকে দুধেভাতে'।
রাতের গহীনে নিদ্রাহীন
একান্ত মনে প্রার্থনা করে যাই-
'দয়াময়! আমাদের প্রিয় মা'কে এমনই রেখো,
যেমন রেখেছিলেন আমাদের শৈশবে, কৈশোরে'।
ঘুমাও জননী, শান্তিতে ঘুমাও তুমি।


১০/০৫/২০২০
মে মাসের দ্বিতীয় রোববার,মা দিবস।
মিরপুর, ঢাকা।