(১)
সব কিছুতে ঝিম ধরেছে, তাপ উঠে না;
যুবক-যুবী, কৃষক-শ্রমিক আর ছুটে না।
      রাজপথেতে মিছিল নিয়ে
      যায় না তারা আর এগিয়ে;
তপ্ত কথার শ্লোগানগুলো আর ফুটে না;
কেমন যেনো শান্ত-শীতল! ভয় কাটে না।


(২)
নেতারা সব ভয় পেয়েছে, রয় লুকিয়ে আন্ধারে!
লোভের মোহে টাকার কাছে, সকলে কি বান্ধা রে?
            রাজপথেতে আসে না আর,
            রয় যে শুয়ে খিল দিয়ে দ্বার;
চপল কথার ফুর্তিতে আর পোলাও কোর্মার ধান্ধা রে!
মাঝে মাঝে বক্তৃতা দেন; সুর যেনো তার কান্দা রে।


২১/০১/২০১৬
মিরপর, ঢাকা।