থকথকে কষ্ট-কণা আর পিচ্ছিল বেদনা
পানসী নৌকায় পাল তুলে চলে আসে,
এ বুকের মধ্যিখানে তুমুল আঘাত হানে
তখন ব্যাকুল হই ভয়ে মরি ত্রাসে।
যেখানে দেখেছি হেম, আবেগপ্রবণ প্রেম,
উচ্ছ্বসিত মানবীর অন্তরের গান
মাতাল বাতাসে ভাসে, বর্ণীল আকাশে হাসে;
বপন করেছি সেথা রূপশালি ধান।
অথচ, ধানের ক্ষেতে আগাছা উঠেছে মেতে,
যুক্তির নিড়ানি দিয়ে হয় না তা' সাফ;
মরুর রুক্ষতা নামে শ্যামলিমা চরে, গ্রামে;
ক্ষণস্থায়ী এ জীবনে বাড়ে অনুতাপ।


১১/০২/২০২২
মিরপুর-১০, ঢাকা।