গঙ্গাস্নানে যাবো আমি
পূণ্য লাভের তরে,
আনন্দতার অরূপ ডিঙি-
তোমার নাওটি চড়ে।


শুনবো না আর কোন মানা
ঝেড়ে ফেলে সব দো'টানা
মুছে দিয়ে দুঃখ সকল
আসবো তোমার ঘরে।
আনন্দতার অরূপ ডিঙি-
চেতন নাওটি চড়ে।


পদ্মানদী পাড়ি দিলাম
ওগো, পদ্ম-মেয়ে,
মন-যমুনা পাড়ি দিয়েই
আসবো গঙ্গা বেয়ে।


উড়িয়ে দিলাম প্রাণেরই পাল
ধরো এবার বৈঠারই হাল
মন চিরকাল ঘুরবে এবার
তোমার জলের তোড়ে।
আসছি এবার গঙ্গাজলে
পূণ্য লাভের তরে।


০৬/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।