গণতন্ত্রের নেংটিখানি ফেলছো খুলে আজ,
মানবতার বুকে ছুরি হানছো মহারাজ!
        অত্যাচারীর স্বৈরাচারে
        কাঁপাতে চাও বিশ্বটারে
সত্যকে আজ করতে হনন দেখাও কারুকাজ;
গণতন্ত্রের নেংটি খুলে ভয় দেখাও যে আজ।


সন্ত্রাসীদের জয়ের শক্তি মানুষেরই আছে,
সব স্বৈরাচার মাথা নোয়ায় মানবতার কাছে।
        সত্য যখন উছলে উঠে
        মিথ্যা তখন পালায় ছুটে
ঝঞ্ঝাবর্তে ঢেউয়ের দোলায় আলোর তরী নাচে;
ভয়গুলোকে জয়ের শক্তি মানুষেরই আছে।


বুলেট বোমা মিলিটারী ভয় করে না বীর,
দেশ-মাতারই প্রয়োজনে উন্নত তার শির।
        রুদ্ধ করে মানবতা
        বলো, গণতন্ত্রের কথা
'সব জুট হ্যায়', মজলুম চায় বদলাতে তকদীর;
বুলেট বোমা কারফিউতে ভয় করে না বীর।


স্ব-শাসনের উপত্যকা করতে পদানত,
গণতন্ত্রের মালকোচাটি খুলছো অবিরত।  
        'সাত-বোনেরা' লাফিয়ে উঠি'
        চেপে ধরবে তোমার টুঁটি
ইতিহাসের চিরন্ততা জাগবে রে সতত;
বঙ্গ-রঙ্গ দেখতে পারো সময় হলে গত।


সাবধান! সাধু, সাবধান হও, হও রে হুঁশিয়ার,
লাগলে আগুন দেব-দেবালয় পুড়ে হয় ছারখার।
        মানুষ যখন প্রাণের টানে
       রক্ত দেবে জোয়ার বানে
সিংহাসনের তক্তপোশ হবে যে চুরমার,
রক্ত-দামে কেউ যদি চায় আপন স্বাধিকার।
        
২২/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।