গভীর গোপনে ইবাদত করো; কিন্তু, বিবাহ নয়,
বাদ্য বাজিয়ে সকলে জানিয়ে বিবাহ করিতে হয়।
নইলে যে সেই সম্পর্কটা অবৈধ হয়ে যায়;
বলেছেন, আল-আমিন মুহাম্মদ রাসুলুল্লায়।
গোপনে যদিবা বিয়ে করে নর-নারী একত্রে রয়,
জেনার পাপেতে পাপী হবে তারা, জানিও তা' নিশ্চয়।
সারাজীবনের পুত-পবিত্র বিবাহিত সম্পর্ক,
জায়েজ করিতে গোপন বিয়েকে, কখনো করো না তর্ক।


যৌনতা যদি শরিয়ত ছাড়া, বিপত্তি তাতে বাঁধে,
বিবাহ একটি চুক্তি, শুধুই সামাজিক সংবাদে।
সাক্ষী-সুবোদে, অভিভাবকের মতে নিজে করো বিয়ে,
বলেছেন নবী, বিয়ে করো তুমি নারীকে মোহর দিয়ে।
ইসলাম বলে, নিকাহ-চুক্তি গোপনে করো না তুমি,
ওয়ালি ব্যতীত করিলে বিবাহ, তা' হবে যে ধূর্তামি।


০৪/০৪/২০২১
মিরপুর, ঢাকা।