লোকেরা লোকলজ্জায় কখনো সখনো
জীবনের সব সত্য বলতে পারে না।
ইনিয়ে বিনিয়ে সত্যে পরিণত করতে
বারবার মিথ্যা বলে; কী অবলীলায়!
চলমান পৃথিবীতে শান্তির অভাব;
সংসারের নিদারুণ জীবন যাপন!
কষ্টকে যতন করে আবডালে রাখে;
বুকের ভেতরে কাঁদে নীল পোষা পাখি,
হাহাকার করে যায় নিঃসঙ্গ নিশিতে।
উচ্ছল নদীর জল নিস্তরঙ্গ স্বরে
বয়ে যায় অজানায় উদ্দেশ্যবিহীন।
স্বপ্নগুলো মৃতপ্রায় পড়ে থাকে পথে,
আকাশ পাতাল ভেঙ্গে চুরমার হয়।
তবুও, গোপন কথা হয় না প্রকাশ!


আগুনে সাঁতার কাটে নিরন্তর একা;
জলের ভেতরে ডুবে, হাবুডুবু খায়;
স্বার্থ-কুড়োলের ঘায়ে সম্পর্কের সূতো
ছিন্নভিন্ন করে যায়। রক্তাক্ত প্রান্তরে
শোকের মাতম ওঠে, কেউ তা শোনে না।
তবুও, অনিন্দ্য হাসি লেগে থাকে ঠোঁটে!
সমবয়স্ক বন্ধুর সাথে কথা বলে
দিনে-রাতে, অবসরে, প্রত্যুষে সন্ধ্যায়।  
কতো গল্পে মাতে এ-কথা সে-কথা নিয়ে;
হাসে, স্মৃতি রোমন্থনে আলাপ জমায়।
ভাসে সুখের সাগরে, অনাবিল সুখ
ঝরে যায় কষ্টময় জীবন চাতালে।
তবুও, গোপন কথা করে না প্রকাশ,
সযতনে চেপে রাখে বুকের ভেতরে।


১৪/০১/২০২৩
মিরপুর ঢাকা।