অপরূপ মুখচ্ছবি ভেসে ওঠে মেঘের শরীরে
রৌদ্রদগ্ধ আকাশের নীলে, শান্ত সুনিবিড় বুকে;
মোহময় সুবিন্যস্ত অগণিত তারাদের ভিড়ে
একটি নিঃসঙ্গ চিল উড়ে যায় ক্রমশঃ সম্মুখে।
নীলিমার বুক চিড়ে মৃত্তিকার কাছাকাছি যারা
সুখের কুসুম বুকে পেতে চায়; মুক্তির আশায়
জীবনের পদাবলী গায় পৃথিবীর পথে; তারা
নিভৃত নীরবে নোনা অশ্রুজলে দূরে ভেসে যায়।


সুখ যেন বসন্তের কোকিলের দুঃসহ সংসার!
কাকের বাসায় ডিম পেড়ে যাওয়া প্রসব সময়ে।
অতঃপর, একা একা রৌদ্রের উত্তাপে বারবার
পুড়ে যায়, গান গায় জীবনের দুঃসহ বলয়ে।
সময়ের কষাঘাতে পর্যুদস্ত হয়ে চিরকাল
অজস্র বেদনা নিয়ে ওড়ে সে, অনিকেত কাঙাল!


১৯/০৫/২০২১
মিরপুর, ঢাকা।