কথা বলে খুব বেশি, বলে সবে গুলবাজ,
সব কথা আজগুবি, তবু পায় ফুলতাজ।
প্রতিদিন তিন মন চাল করে সিদ্ধ,
নয় মন তরকারি খায় এই বৃদ্ধ।


লাফ দিয়ে উঠে যায় ঐ নীল আকাশে,
কিছু্ক্ষণ ঘুরে আসে সন্ধ্যার বাতাসে।
হাত দিয়ে টিপে টিপে মারতো সে চিতাবাঘ,
অজগরে কামড়ালে করতো না কোন রাগ।


ভূত নিয়ে খেলতো সে, হাঁটতো যে সারারাত,
এই কথা শুনে সবে হয়ে যেতো কুপোকাৎ।
বিশ্বটা তার কাছে এই পাড়া ও পাড়া,
লোকে শুনে বলে দাদু মিথ্যাতেও সেরা।


বিশ্বাস যদি নাহি করো তুমি দাদুরে,
তা' হলে চুল ছেঁচে দেখে যাও যাদুরে।
আমাদের বেল গাছে আছে বড় বড়ো বেল,
টাক মাথায় পড়লেই বুঝবে আসল খেইল।


৩১/০১/২০২১
মিরপুর, ঢাকা।