জগতের মাঝে যারা বুদ্ধিহীন, মূঢ়,
আনন্দ-বেদনা যাহাদের অনুভবে
আঘাত করে না কভু; তাদের জীবনে
বর্তমানের মতোই ভবিষ্যত গৌণ।
মধ্যবর্তী যারা, বড়ো ক্লেশে থাকে তারা;
চাওয়া-পাওয়ার মাঝে বিস্তর ফারাক,
ঈর্ষাপূর্ণ সন্তাপের বাড়াবাড়ি চলে
জীবনে তাদের; বিবর্ণ কষ্টের ভীড়ে।


মূঢ়তাকে অতিক্রম করেছে যে জন,
পরম-বুদ্ধিজনিত কারনে হৃদয়
তাহার অসূয়াশূণ্য; এই পৃথিবীর
অর্থ ও অনর্থ তার কাছে মূল্যহীন।
রাগ-দ্বেষ-লোভ-ঈর্ষা ধরণীর বুকে
পরিহার করে যারা, সুখে রহে তারা।


১৬/১০/২০১৯
মিরপুর, ঢাকা।