বললো সে দিন           বন্ধু রতিন
      পাগলামী আর করিস না,
ছন্দ মেগে             রাত্রি জেগে
      অকালে তুই মরিস না।


ডাক্তারে কয়,           সন্ধ্যা সময়
      খেয়ে দেয়ে শয্যায় যান,
বেশ না খাবেন         কম না হাঁটবেন
      ছেড়ে দিবেন বিড়ি-পান।


গরুর মাংস            স্বাদু হংস
       এক্কেবারে সকল বাদ,
নিয়ম মতো           অবিরত
       না চললে সব বরবাদ।


ঘাসের মাথা           লতা পাতা
      যত পারেন বেশি খান,
গরু ছাগল            খায় যে সকল
      সেইগুলোতে খাদ্য প্রাণ!


হার্টের অসুখ          নাই কিরে সুখ?
      হঠাৎ মরার বড় ভয়!
মরে গেলে           আকাশ তলে
      তারার সনে কথা কয়।


১৫/০৯/২০১৯
মিরপুর, ঢাকা।