(একটি নন-সেন্স লেখা (স্রেফ আনন্দ পাবার উদ্দেশ্যেই লেখা)।
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০


বলি কবির কথা (২) অনেক ব্যথা শুনেন দিয়া মন,
বাংলা ভাষার কবির লেখার করবো যে বর্ণন,
হেথায় অনেক কবি (২) সে আজগুবি কবিতা যান লিখে,
শব্দ ছন্দ ভাষা বিন্যাস বড়োই তাঁদের ফিকে,
লিখেন ছন্দ ছাড়া (২) তাড়াহুড়া মনে যাহা লয়,
ছন্দের কথা বললে তারা লাফায় জগতময়,
বলেন কিসের ছন্দ (২) মন আনন্দ যখন কথা বলি,
মনের কথা হয় কবিতা করি চালাচালি,
ছন্দ পুরান খেলা (২) অবহেলা করতে হবে আজি,
আধুনিক সব কবিতাতে ছন্দের নেইকো বাজি,
আছে মনের কথা (২) যথাতথা বিদঘুটে সব ভবে,
শক্ত করে লিখে দিলেই কবিতা যে হবে,
আবার কিসের দরকার (২) ছন্দ-মাত্রার, কিসের উপমা?
সোজা কথা উলটা-পালটা করলে হয় কবিতা,
যতো মাতুব্বরি (২) গুরুগিরি করে ছান্দসিকায়,
আধুনিক কবিরা ছন্দ তুলে দি'ছে সিকায়,
আবার কিসের মাত্রা (২) যতো ফাতরা উন্নাসিকের দল,
ছন্দতারই কথা বলে ঘোলা করে জল,
তারা মান্দাতার-ই (২) অহংকারী জানেনা তো কিছু,
দেখলে কাঁঠাল বলে তারা একটা বড়ো লিচু,
আমরা কবিকুল (২) ফুটাই ফুল মনের আবেগ দিয়া,
শব্দের সাথে নেচে বেড়ায় কবি-চেতন হিয়া,
তাইতো ঘরে ঘরে (২) শুধুই বাড়ে হাজার হাজার কবি,
আমরা সবাই একেক জনে হবো নজরুল, রবি,
হবো সুনীল শামসুর (২) খেজুরের গুড় আনবো কাব্য কলায়,
কাব্য গ্রন্থ প্রকাশিবো প্রতি একুশ মেলায়,
দুইটি চারটি করে (২) ঘরে ঘরে কবির বসত হবে,
সারা দেশে কাব্য কথার পাঠক নাহি রবে,
কবি নিজেই পাঠক (২) নিজেই লেখক, নিজেই বেচে কেনে,
পাশের বাড়ির কালো মেয়ে তাঁরে নাহি চেনে,
কবি বলে সবে (২) আমার হবে একশ' একটা বই,
মরার পরে ওগুলাতে ধরে যদি৯ উই,
তারপর ধ্বংস হবে (২) নিয়ম ভবে সকলেরই জানা,
চক্ষু থুইয়া আমরা সবাই হলাম দিবস কানা,
আমরা পড়ি নাতো (২) জগত খ্যাত কোন কবির লেখা,
নিজেই নিজের বড়াই করি দেখাই অহমিকা,
কেউবা শিখতে বললে (২) গরম তেলে জলের ফোঁটা পরে,
দরোজার খিল বন্ধ করে শুয়ে থাকি ঘরে,
হায়রে দুঃখের কথা (২) যথাতথা যায় না বলা ভাই,
সত্য কথা বলতে গেলে দেয় যে বল্লম-ঘাই,
তাইতো বন্ধ করি (২) সময় ঘড়ি বন্ধ হবে জানি,
অগোচরে করবে সবাই গোপন কানাকানি,
ব্যাটা বড়োই চতুর (২) নিজেই ফতুর বুঝেটা সে ছাই,
দুই কলমের লেখা দিয়ে করে যায় বড়াই,
ব্যাটার ঠ্যাং ভাঙ্গবো (২) চোখ তুলবো করে জ্ঞানীর ভান,
গাধার মতো দু'দিক থেকে কান ধরে দে টান,
তখন বুঝবে ঠ্যালা (২) কাব্যওয়ালা যখন দেবে সাজা,
কলম-খোঁচায় এক পলকে ভেঙ্গে দেবে মাজা,
তখন বন্ধ হবে (২) সবাই কইবে ছন্দের নেই দরকার,
যা ইচ্ছে তাই লিখে দিলেই হবে ভাব কবিতার,
পাঠক নাইবা পড়ুক (২) নাইবা ধরুক প্রকাশ করা কাব্য,
হকার-কাছে কেজি দরে বেচার কথা ভাববো,
তবুও পারবো বলতে (২) এই জগতে আমি ছিলাম কবি,
যাহার জন্য কবি হলাম সেতো মৃত ছবি,
আমি বিরহী আজ (২) ফেলে সব কাজ উস্কুখুস্কু কেশে,
বেকার হয়ে ঘুরে বেড়াই সারা বাংলাদেশে,
                      হায়রে কবির কথা।


২৬/১১/২০১৪।
মিরপুর, ঢাকা।


(ইচ্ছে ছিলো 'পর্ব' করে প্রকাশ করবো। তাতে মজারু রস কম অনুভূত হবে; তাই এক্কেবারেই প্রকাশ করা হলো।)