হাঁটছি আমি হাঁটছি,
দীঘল পথে একলা একা হাঁটছি,
পথের বাধা- গুল্ম-কাটা দু'হাতে আজ কাটছি;
হাঁটছি আমি হাঁটছি;
আমরা সবাই হাঁটছি।
পথটি যেন একটি নদী এঁকেবেঁকে চলে,
উচ্ছলতায় ঢেউ জাগে তার বুকে;
অমোঘ নেশার পরশ পেয়ে বক্ষ কাঁপে সুখে,
অনন্তকাল ছলাৎছলাৎ স্বপ্নকথা বলে;
পথটি যেন একটি নদী এঁকেবেঁকে চলে।
অন্ধকারের দীঘল পথে,
চলছে নদী চপল রথে,
লজ্জা-ভয়ে তাই দু'হাতে বুকে চেপে রাখছি;
হাঁটছি আমি হাঁটছি;
দীঘল পথে একলা একা হাঁটছি।
ভিন্ন প্রেমের ব্যাকুলতায় অন্যরকম বসন্তরাগ জাগে!
তাই বুঝি আজ হাতটি ধরে,
পাল তুলে দেই নাওয়ের 'পরে,
বিষণ্ণতার সময়কালে খুশির অনুরাগে
ভিন্ন প্রেমের ব্যাকুলতায় বসন্তরাগ জাগে!
রক্তিমাভা ছড়িয়ে দিতে মেন্দিপাতা বাটছি;
হাঁটছি আমি দীঘল পথে তোমার সাথে হাঁটছি;
হাঁটছি আমি হাঁটছি।
আমরা সবাই অন্ধকারে দীঘল পথে হাঁটছি।


২২/১০/২০১৭
মিরপুর,  ঢাকা।