(একটি শিশুতোষ ছড়া)
--------------------


হাতির বুকের ছাতি বড়ো
        গহীন বনে বাস,
কুলার মতোন কান দু'টি তার
        খায় শুধু সে ঘাস।


কলা গাছে আসক্তি তার
        কচমচিয়ে খায়,
গজ চলে যে সদলবলে
        গোদা গোদা পায়।


মূলার মতোন দাঁত দু'খানি
        নাকটা লম্বা শুঁড়ি,
পিটপিটানি চোখ দুটো তার
        বিশাল মস্ত ভুঁড়ি।


অনেক শক্তি ঐরাবতের
        পাহাড় থেকে এসে,
ক্ষোতের ফসল, ফল-ফলাদি
        নষ্ট করে পিষে।


কেউবা বলে হস্তী তারে
        কেউবা আবার করী,
হাতির দাঁতের শিল্পকর্ম
       নামেতে 'আইভরি'।


০২/০৬/২০১৯
মিরপুর, ঢাকা।