ভাগ্যবতী হেলুর মা, মানুষের প্রতি
আপনি ছিলেন দয়াবতী। নিঃস্ব যারা
ধরণীতে, যাদের ছিলো না কোন গতি;
আপনার কাছে ছুটে আসতেন তারা।
এক পুড়া চাল, অথবা দু'চার আনা
মুক্তহস্তে দান করে আনন্দ পেতেন।
আপনার অনাবিল হাসিমুখখানা
দেখিবারে, তারা দল বেঁধে আসতেন।


আপনার কথা আজ খুব মনে পড়ে,
ভালোবাসা আর রাগ ছিলো এক সাথে।
আপনার মতো একজন এলো ঘরে,
বাইশ সনের সতের এপ্রিল রাতে।
সে ভালো থাক্, যে চলে গেছে দূরদেশে;
ভাগ্যবতী হয়ে বেঁচে থাক, এসেছে যে।


১৭/০৪/২০২২
মিরপুর, ঢাকা।