উত্তরের ঠাণ্ডা বায়ু সবুজ পাতার স্নিগ্ধ খামে,
সোনালী ধানের শীষে সোঁদাগন্ধী মৃত্তিকা-সুবাসে
বর্ণিল হেমন্ত আসে; প্রকৃতির বুকে এসে নামে
শিশিরের মুক্তোরাশি, জ্বলে উঠে প্রভাতের ঘাসে।
চারিদিকে অপরূপ রঙিন আবহ থাকে ঘিরে
কার্তিকের জনপদে ফিরে আসে শীতের কাঁপন,
ভরা বুক শীর্ণ হয়ে ঘাস জেগে উঠে নদীতীরে
কৃষকের চোখে ভাসে স্নিগ্ধ মৃদু শীতের শোভন।


খণ্ড খণ্ড মেঘপুঞ্জ সরে গিয়ে বিশাল আকাশ
উদোম শরীরে হাসে, অপার্থিব এক দৃশ্যরাশি
ছড়ায় ভুবনে এসে, চারিদিকে কোমল বাতাস
শিহরণ তুলে যায়, তাই বুঝি প্রকৃতি উদাসী।
হেমন্তের ভেজা স্নিগ্ধ মাঠে কুয়াশায় কুয়াশায়
প্রকৃতিকে ঢেকে দেয় এক অপার্থিব মমতায়।


২৩/১০/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট,  ঢাকা।