মনের দুয়ার খুলে বের হয়ে আয়,
বিস্ময়কর বিচিত্র পৃথিবীর মাঝে।
এখানে অজস্র আনন্দ অবলীলায়
খেলা করে যায়, শত রকমের কাজে।
বৃক্ষ লতাপাতা, নদী, ধু-ধু বালুচর-
কৈশোর-আনন্দধারা, আজ মনে পড়ে;
আনন্দের স্মৃতিগুলো কাঁদায় অন্তর;
ফিরে যেতে চাই সে-ই মৃত্তিকার ঘরে।


ইট-পাথরের খাঁচা কারাগার হয়ে
সুকৌশলে বেঁধে রাখে স্বার্থের বন্ধনে;
বেঁচে আছি কোনভাবে দুঃখবোধ লয়ে
সুখের ভনিতা করি সংসার অঙ্গনে।
হেমন্তের ডাক শুনি- ‘কবি, ফিরে আয়,
শব্দ-রঙ-তুলি দিয়ে সাজাও আমায়’।


০৯/১২/২০২২
মিরপুর ঢাকা।