বিরহ-বাথানে প্রদীপের আলো দাউদাউ জ্বলে উঠে,
সাধ্য যে নেই ধরে রাখি তাঁরে হৃদয়ের করপুটে!
ফড়িং-এর মতো উড়ে যেতে চায় সুদূরের নীলিমায়,
চৈত্র-দুপুর উপুড় করে সে সুখ খুঁজে পেতে চায়।
গোধূলিলগ্নে সান্তনা খোঁজে সূর্যমূখীর ঠোঁটে,
চন্দ্রপুকুরে ডুব দিয়ে সে-তো সুখ নিতে চায় লুটে।
বুকের পাঁজরে প্লাবিত নিশি হাহাকার করে যায়!
হিজলতলীর সেই মেয়েটিকে স্পর্শিতে মন চায়।


মেঘের আড়ালে লুকিয়ে রহিছো মেঘবতীদের সনে,
অমর প্রেমের মহাকাব্যের অমিত গুঞ্জরণে
জেগে উঠো তুমি; পরম সোহাগে বলি, 'প্রিয় ভালোবাসি'!
স্নিগ্ধ কোমল অনুভূতিময় হৃদয়ের পাশাপাশি
আজো জেগে আছো সুখের মুকুরে প্রতিবিম্বের মতো;
তোমার পরশে শুকাইতে চাই হৃদয়ের সব ক্ষত।


১৬/০৬/২০২২
মিরপুর, ঢাকা।