বেঁধেছি সুরের বীণা হৃদয়ের মাঝে,
অরূপ! তোমার নামে উঠে যে ঝংকারি;
কতশত সুর লয়ে, কতো কারুকাজে;
সে-ই মাহাত্ম্য বুঝতে আমি নাহি পারি।
হৃদয়তন্ত্রীতে জাগে অনন্তের সুর,
দূর সমুদ্দুর থেকে বিহ্বল বাতাসে
ভেসে আসে গীতকলি, অতীব মধুর;
আলোর ঝলক হাসে রাতের আকাশে।


অনন্তর, নিরন্তর চলে যাও স্রোতে,
জীবনের লব্ধ কষ্ট-যন্ত্রণা জঞ্জাল-
যা কিছু হয়েছে জমা পৃথিবীর পথে;
দয়া করে নিয়ে যাও. ওগো মহাকাল!
বীণার তন্ত্রীতে বাজে বাউলের সুর;
অরূপ, তোমার নামে বেদনাবিধুর।


১১/১২/২০১৭
মিরপুর, ঢাকা।