বুকের গহীনে স্রোতস্বিনী হয়ে
        ধীরে ধীরে আসে নেমে,
বহতা নদীর ভালোবাসা নিয়ে
        শষ্প শ্যামল ভূমে;
  ধীরে ধীরে আসে নেমে।


মানুষ জীবনে পারিনিতো কিছু
        সাজাতে উষর ভূমি,
পরের জনমে ইছামতি হবো
        সাথে থেকো প্রিয় তুমি;
  সাজাতে উষর ভূমি।


দুকুল ভাসাবো প্রেম-মহিমায়
        আবেগের জলে ভেসে,
প্রেমের পরশে শস্যের দানা
        বিকশিত হবে হেসে;
  আবেগের জলে ভেসে।


আজিকার সব দুঃখগাথার
        বিষাদিত সব শ্লোক,
প্রবল তেজের বন্যার জলে
        সাগরে বিলীন হোক;
  বিষাদিত সব শ্লোক।


০১/১১/২০২০
মিরপুর, ঢাকা।