ইদানিং ভীষণ বিক্ষিপ্ততা ক্রিয়াশীল চেতনায়,
প্রচন্ড ঘুমের নদী বয়ে চলে দেহের স্নায়ূতে;
বিসারিত শয্যায় এলিয়ে দিলেই দেহখানি-
                   ঘুমেরা পালায় আকাশের ছাদে।


আবিলতা ক্রমশঃ গ্রাস করে চিন্তন-চেতনে,
অস্থিরতার ঝড় তোলপাড়ে জীবন-কিনারায়;
কী এক দুর্বোধ্য সন্ত্রস্ততার দুন্দুভি বাজে-
                  সুর হীন স্বরে মনটা কাঁদে।


নতুনের সৃষ্টিতে বিধ্বস্ততার সাইমুম জাগে,
বালির অভ্যন্তরে মুখ গুঁজি উটের মতোন;
পরিবর্তন হয়ে যায় সমাজের বিস্তৃত অঙ্গনে-
                কবিপ্রাণে ঝংকারে দুঃখের সংগীত।


বিস্তর ক্লান্তির অবসান চাই-  পত্রময় বৃক্ষের
সুশীতল ছায়া, তীব্র বর্ষনের প্রচন্ড ভালোবাসা;
অলক্ষ্যের দুরাগত কোন এক মানুষী হৃদয়ের
                 স্ফটিক অমল প্রনয়ের ইঙ্গিত।