ভয় দেখিয়ে জয় করা যায় অল্প মানুষ,
                          অল্পদিনের জন্য,
সব মানুষই স্বাধীনচেতা, নয় তো তারা বন্য।
মানুষকে তাই ছোট্ট করে দেখার উপায় নাই,
এই কথাটি শাসকশ্রেণী যাচ্ছে ভুলে
                       নিত্য-হামেশাই।
শক্তিবলে মত্ত যারা, পতন তারই জেনো,
ভয় দেখিয়ে জয় করা যায়, নেই যে কিছু হেন।
মানুষতো নয় পশুপাখি, বন্দী করে রাখা,
সৃষ্টিসেরা মানুষকে তাই ভেবো নাকো বোকা।
যুগে যুগে স্বাধীনতা রক্ত দামে কেনা,
অমরবাণীর সত্যটাকে যাচ্ছে ভুলে
                   অত্যাচারীর সেনা।
শক্তিশালী কতো রাজা,
                মহারাজা ধ্বংস হয়ে গেছে,
ইতিহাসের পাতায় পাতায় সবই লেখা আছে।
চেঙ্গিস খান, হালাকুরা এখন তারা কই?
ইতিহাসই স্থান করে দেয় সকল যথাযথই।
পাকিস্তানি জোর করেছে বাঙালিদের 'পরে,
গজব তাদের নাজিল হলো, বলছি সবাকারে।
অত্যচারী শাসকেরা আস্তাকুড়ের জীব!
যদিও চায় তারা সবাই হতে চিরঞ্জীব।
শাসকেরা মত্ত হলে ধ্বংস আনে ডেকে,
নিজের পতন ডেকে আনে জানেন সর্বলোকে।
কাস্মীর আজ অগ্নিগৃহ, ভয়ের হুতাশন,
ছড়িয়ে দিচ্ছে ভারতবর্ষে জানেন সর্বজন।
রুদ্ধ করে মানবতা শাসক হতে চাও!
দুর্বৃত্ত! অহঙ্কারী!!
ইতিহাসের পাতা থেকে শিক্ষা তুমি নাও।
আগুন নিয়ে খেলা করা মরন ডেকে আনা,
ইতিহাসের সরল কথা সত্য সবার জানা।


২২/০৮/২০১৯
মিরপুর ক্যাণ্টনমেণ্ট, ঢাকা।