ইতল বিতল মিষ্টি তেঁতুল
ওই দেখা যায় তেঁতুল গাছের ভূত,
না দিয়ে যে খাবে তেঁতুল
সে হলো যে ভূতের ঝি ও পুত।


তেঁতুল গাছে ভূতের বাড়ি
রাতের বেলায় জোনাক বাতি জ্বলে,
যা'সনে তোরা পুকুর পারে
সন্ধ্যা হলে তেঁতূল গাছের তলে।


ভূতের ঝিয়ে খাচ্ছে তেঁতুল
আড় চোখেতে খুকি চেয়ে রয়,
খোকা বলে- চাসনে তেঁতুল
ঘাড় মটকে দেবে রে নিশ্চয়।


৩০/০১/২০১৮
মিরপুর ক্যাণ্টনমেণ্ট, ঢাকা।