অনেক ঘুরেছি পৃথিবীর পথে, দেখেছি অনেক কিছু,
খুলেছি কতোই রহস্যজট অজানা তথ্য থেকে;
শিখেছি তত্ত্ব, সত্য-মিথ্যা ঘুরে মানুষের পিছু,
অথচ, হলো না জানা কোত্থেকে এলেম মর্ত্যলোকে!
পারিনি জানতে ধরণীর বুকে রবো আর কতোকাল?
জীবনের শেষ লগ্নে এসে একান্তে ভাবছি বসে।
কোথায় আবার চলে যাবো ফের? কোন সে-ই মহাকাল!
এই রোদ্দুর, নীলাভ আকাশ ছেড়ে যাবো কোন দেশে?


উদ্ভট যতো প্রশ্নের ধারা মাথার ভেতরে ঘোরে,
উত্তর তার পাইনিকো খুঁজে, চারিদিকে আন্ধার;
হিসেব-নিকেষ, স্বর্গ-নরক ভয় আনে অন্তরে!
অর্জন যতো গর্জন করে ভয়ে কাঁপি বারবার।
কতো যে ভাবনা ছায়ার মতোন আমার সাথেই চড়ে,
বলো, আমি কার? কেবা যে আমার? এমন প্রশ্ন করে।


১৫/০৩/২০২১
মিরপুর, ঢাকা।