ঢেউ জেগেছে জাগরণের ওরে
থাকিস না কেউ কপাট রুদ্ধ করে
পাঞ্জেরী আজ ডাক দিয়েছে সুরে-
সেই পুরোনো শকুনেরা আজি
শর্ত দিয়ে সাজায় রণ সাজি
আয় বেড়িয়ে থাকিস না কেউ দূরে।


কালো থাবায় খামচে ধরে মায়ের আঁচলখানি
বন্ধ এবার করতে হবে তাদের রাহাজানি।


পথের মোড়ে পথ হারিয়ে গেলে
পাবে না আর সঠিক পথের রেখা;
মিলে নাতো জলে এবং তেলে,
যুদ্ধ মাঠেই ভাগ্য হবে লেখা।
চুক্তি করে হয় না সুখের ভোগ,
মুক্তি আসে বুকের রক্তদামে;
এবার চেতন-যুদ্ধ খেলা হোক,
স্বাধীনতা রাখবো কিনে ঘামে।


প্রাণের বোধনে আজকে জেগেছে একাত্তরের স্মৃতি,
বিষন্নতায় গভীর হৃদয়ে রক্ত-মাখানো গীতি।
লাশের মিছিলে কান্নার শোক রক্তের নদী বহে,
ছলাকলা করে মধুর বচনে ভুলে যেতে তারা কহে।
অন্যায়কারী অপরাধ যতো করিয়াছে বড়ো বড়ো,
দিনে দিনে বাড়ে পুঞ্জিত হয়ে বহে চলে খরতর।
‌ক্যামনে ভুলিবো সেই শোকগাঁথা ক্ষোভ যে হয় না শেষ,
দীঘল পথের আলোর যাত্রী জেগেছে বাংলাদেশ।


১৬/১২/২০১৮
মিরপুর, ঢাকা।