এই মর্ত্যলোক মাঝে জাগ্রত প্রিয়তি!
মনোলোভা, অভ্রভেদী অনন্ত নিয়তি
রয়েছে তোমার জন্য। তুমি দয়াবান
স্বর্গের সোপান। নিত্য করেছো নির্মাণ
অসংখ্য সোন্দর্য। অরণ্যে হয়েছে জমা
সূর্যকরোজ্জ্বল মহিমায়। নিরুপমা!
জনশূন্যতার মাঝে নামে অন্ধকার
জীবনের স্বপ্নলোকে, অভাবে তোমার।


সেই নিষিদ্ধ প্রেমের গভীর আহ্বান
বিপর্যয় ঢেকে আনে। তাই, মূর্তিমান
হয়ে দেখা দেয় মানুষের এ জীবনে
বিষাক্ত শেলের মতো। শাশ্বত মরনে,
চঞ্চল বাস্তবে গাই সকালে সন্ধ্যায়,
পদাবলী চিরকাল বসন্তে বর্যায়।


১৩/১১/২০২০
মিরপুর, ঢাকা।