কষ্টের সমূহ নাম- শেখ মুজিবুর রহমান।
যে মহান মানবের জীবনের কষ্ট,
ত্যাগের ফসল; এ স্বাধীন বাংলাদেশ,
শ্যামল সবুজ মাঠে প্রভাতের সূর্য আঁকা-
লাল-সবুজের গর্বিত পতাকা।
পৃথিবীর তাবৎ বঞ্চিত ক্ষুধা-দারিদ্রে অবহেলিত
নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সংগ্রামে
অগ্রনেতার প্রতিভূ তুমি। মানুষ-মুক্তির সোপান-
যার নাম স্বাধীনতা। অরূপ শিল্পীর মতো
তাকে খুঁজে খুঁজে হেঁটে গেছো কতো না সংকুল পথে
সঙ্গীসারথিবিহীন একা একা।
সেই পথ ছিলো ভয়ংকর কণ্টকাকীর্ণ পিচ্ছিল;
অকুতোভয় তুমি, আত্মবিশ্বাসে বলিয়ান
রবীন্দ্রনাথের মতো ঋজু পদক্ষেপে হেঁটে গেছো
সারা বাংলাদেশে নজরুলের বিদ্রোহী চেতনায়;
কবিতায় তুলে আনা জীবনানন্দের তুলিতে রূপসী
বাংলাদেশকে আরেকটি কবিতার মতো সাজাতে;
শ্রমে, প্রেমে, ঘামে গড়ে তুলতে আচানক সুন্দর!
সকল শোষিত মানুষের অধিকার আদায়ে
চিরন্তন দৃঢ় প্রত্যয়ী যে নাম,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


শোকাবহ আগস্ট, ২০১৮।
১৫/০৮/২০১৮
মিরপুর, ঢাকা।