বাংলাদেশের জাতির পিতা অনন্য সম্মান,
তার নামেতে খাল-বিল-নদ, মেঘনা বহমান।
মধুমতির তীরের গাঁয়ে জন্ম তাঁর বিশ সনে,
সবাই তারে আদর করে কোলে নিলো খোশমনে।
টুঙ্গিপাড়ার সে-ই ছেলেটির নাম ছিলো যে খোকা,
দুষ্টুমিতে সেরা ছিলো, কিন্তু নয় সে বোকা।
বড়ো হয়ে ছোট্ট খোকা, হলেন বড়ো নেতা,
তাঁর কথাতেই মুক্তিযোদ্ধা আনলো স্বাধীনতা।
জন্মটা তাঁর না হলে দেশ থাকতো পরাধীন,
একাত্তরে যুদ্ধ করে আমরা আজ স্বাধীন।
বাংলাদেশের স্বাধীনতার আসল রূপকার,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর! সালাম শতবার।


২৩/০৩/২০২১
মিরপুর, ঢাকা