কেনো ডাকো পিছু?
কেনো ফিরে চাও?
যদি পারো তবে
অশ্রু মোছাও।


কার কতো দুখ?
কেবা পুড়ে খাক?
যার যার ব্যথা
তারই বুকে থাক।


ঠিক ও বেঠিক,
ভুল কার বেশি?
হিসাব মেলাবে
কেনো প্রতিবেশি?


যে যাবার দূরে
সে-ই চলে যাক,
ভুলচুক সব
আজ পড়ে থাক।


আমরা কখনো
চাহি না যাতনা,
যাতনা  দেখে না
দিন ও রাতও না।


সব কিছু শেষে
মিল হয় যদি
থমকে দাঁড়াবে
দুঃখের নদী।


যে যাবার ছেড়ে
যাক চলে দূরে,
যাতনার বাঁশি
বাজে তার সুরে।


০৭/০৯/২০১৮
মিরপুর, ঢাকা।