আজ জেগে ওঠো তুমি নতুন উদ্যমে,
নতুন শক্তিতে, কর্মোদ্যমে পুনর্বার।
জেগে ওঠো, অনাবিল সুখ-শিহরণে,
ভেঙ্গে কোভিডকালের সব জড়তার।
হতাশা ও অবসাদ, অস্থিরতা কেটে;
অসহিষ্ণু জীবনের জটিলতা পুঁতে;
মনোদৈহিক সমস্যা অবহেলা করে;
মানুষের স্বাভাবিক জীবনের স্রোতে।
অতিমারিকাল বিশ্বব্যাপী দুর্ভাবনা
বাড়িয়ে দিয়েছে; বিপর্যয়ের প্রদাহ
সামুদ জাতির ধ্বংসের আতঙ্ক নিয়ে
ব্যক্তি থেকে সমষ্টিকে করিতেছে দাহ।
সামাজিক দূরত্বের নামে, সমাজের
মানুষের মাঝে ক্রমে ক্রমে বাড়িয়েছে
এক সহমর্মীহীন অদ্ভুত সম্পর্ক!
জীবন রহিতে যেন তারা মরে গেছে।
আজ মনের ভেতরে, চিন্তার ভেতরে
গেঁথে নাও অদম্য বিশ্বাসে কর্মোদ্যম;
সব দুর্বলতা, সংকটের বৃত্ত ভেঙ্গে
উচ্চারণ করো তুমি- 'আমি যে দুর্দম'!
একাত্মতার মধ্যেই নিহিত রয়েছে
উত্তরণ আর বেঁচে থাকার ব্যঞ্জনা;
গতিময় জীবনের সফল-সার্থক,
অবসাদহীন কার্যকর সম্ভাবনা।
আজ জেগে ওঠো তুমি সাবলীলভাবে,
সুস্থ-সুখী, স্বপ্নময় জীবনের তরে।
আনন্দের নহবত তুমুল গর্জনে
বেজে উঠবেই আমাদের ঘরে ঘরে।


১০/০২/২০২২
মিরপুর, ঢাকা।