টকটকে লাল কাঁচা লঙ্কার রূপ নিয়ে সে আসছে রে,
'ঝাল' নামক ঐ ছড়া চর্চাকেন্দ্র, তাইতো হাসছে রে।
সব ছড়াকার হয় একাকার ইউরেকার ঐ বটতলায়,
কথার পিঠে কথা দিয়ে ছড়া বানানোর খেলায়
মাতাল হয়ে আজকে সবাই সুখের নেশায় ভাসছে রে;
টকটকে লাল কাঁচা লঙ্কার রূপ নিয়ে 'ঝাল' আসছে রে।
পুড়িয়ে দেবে অন্যায় সব ছড়ার কড়া শব্দতে,
ঝালের ছড়ায় কালের কথা রেখে যাচ্ছি অব্দতে।
ঝাল থাক তোর মুখের কথায় তোষামোদির লাজ ভুলে,
সত্য-ন্যায়ের পথটি ধরে ঝাল ছুটে যাক পাল তুলে।
প্রেমের কথায় মিষ্টি থাকুক, দ্রোহের বেলায় নামুক ঝাল,
ঝাল দিয়েই হয় সব সমাজের পরিবর্তন চিরকাল।
এসো, সবাই ঝাল কথাতে সাজাই পুরো বিশ্বকে,
ছড়ার মতোন করবো তেজী এই পৃথিবীর নিঃস্বকে।


২৩/০৩/২০২২
মিরপুর,ঢাকা।


'ঝাল ছড়া কেন্দ্র' একটি ছড়া-সংগঠন।