নিমেষ মাত্রই এই মানুষজীবন!
সন্ধ্যা-লালিমার রঙ ছড়িয়ে হারিয়ে যায়।
ভোগ-বিলাসের অহমিকা করে
মানুষেরা শুধুই তড়পায়।
কালের চাকাতে একদিন ঘুর্ণন হবে
ধীরে অথবা দ্রুতলয়ে লক্ষ্য পথে যাবে ছুটে;
মানুষের জীবনের আলোর দীপন
মিটিমিটি জ্বলে উঠবেই বিধাতার করপুটে।
কুয়াশায় ঢাকা শিশির বিন্দুর
স্থায়িত্ব নেহাৎই কম,
তবুও, এ জীবনের বড়াই করেই
কতো অন্যায়, অবিচার করছে হরদম।
স্বপ্নবৎ জীবনের ধারা
পুলক জাগায়ে নিমেষেই হারায়;
স্থির হও; শতধা বিভক্ত কামনাকে
নোঙর করো মানবিক চেতনায়।


১২/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।