জীবন মরণ কঠোর ভীষণ
তাই বুঝি মন হয় বিভীষণ
বাঁচতে ধরায় করছি সবাই
        শরীর বেচার যুদ্ধ।
বিদীর্ণ হয় সূর্য-সহিস
আবোলতাবোল গোঁয়ার মহিষ
অন্ধগলির জৌলসে আজ
        হয় না কেহই ক্ষুব্ধ।


নিত‌্যদিনের খদ্দের যারা
বড়োই আপন সজ্জন তারা
সুজন প্রেমিক ভাবছি তাঁদের
        সব দিয়ে হই রিক্ত।
জীবন শেষের কান্নার সুর
অন্ধকারের বেদন বিধুর
দুঃখবোধের স্মৃতির আভায়
        প্রত্যহ হই সিক্ত।


১৩/১১/২০২০
মিরপুর, ঢাকা।