মানুষের এ জীবন ছুটে চলে মৃত্যুর সন্ধানে;
মৃত্যু হলো জীবনের অন্য রূপে রূপান্তর মাত্র।
এই জীবন-মৃত্যুর দোলাচলে কষ্টকর প্রাণে,
মানুষেরা বিষভর্তি কারুকার্যময় এক পাত্র।
এখানে বিদ্বেষ আছে, যুদ্ধ আছে, আছে হলাহল,
ক্রোধ-হিংসা, লোভ ও লালসা, মারণাস্ত্রের ঝংকার,
তার মাঝে সবে অনন্য আশায় করে কোলাহল
ঐক্যবদ্ধভাবে; মঙ্গলের, শান্তির, ভালোবাসার।


রক্তের স্রোতের মাঝে সৃষ্টি হয় মুক্তির খবর!
স্বাধীনতা যার নাম; মানুষের কাঙ্খিত স্বপন।
যেমন পঙ্কেতে সৃষ্টি পদ্ম মনোরম, মনোহর;
ভালো-মন্দ মিলেমিশে মানুষের জীবন যাপন।
মৃত্যু ও জীবন পাশাপাশি চলে দোহে, সহোদরা;
দুঃখে ও আনন্দে বয়ে যায় তারা তবুও অধরা।


৩১/০৩/২০২২
মিরপুর ঢাকা।