জীবন রে, বলতে পারি না আজ;
তুই খুব ভালো, তুই আনন্দদায়ক এই পৃথিবীতে।
আজ চারিদিকে দেখি মৃত্যুর তাণ্ডব,
সংঘর্ষ, ক্রন্দন, হিংসা, লোভের লালসা,
অসীম বেদনা, দুর্নিবার ঘৃণা, অমাবস্যার আঁধার;
জীবন রে, বলতে পারি না, তুই যে খুব ভালো রে।
হাসির বকুল আড়ালে লুকিয়ে থাকে,
আনন্দ-উৎসবে তাণ্ডব করে হাজার ষণ্ডাদল!
শুনি, শূকরের শিৎকার ধ্বনি
আর শূকরীর প্রসববেদনার আড়ম্বর।
আনন্দময় হাজার সুন্দরকে পরাহত করে
অসুন্দরের বিচিত্র রূপ ধরে
অবারিত মোহময় লালসার ছলনের ছল।
জীবন রে, তুই খুব ভালো, কিভাবে বলি তা', বল?


জীবন রে, তুই যে সুন্দর বলতে পারি না আজ;
প্রদীপের লাল আলো ক্রমে নিভে যায়,
চারিদিকে নাচে পিচাশিনী অশনি সিম্ফনি তুলে,
ঘন আঁধারের মাঝে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে সবে
নিশানবিহীন অজানার বাঁকা পথে।
আলোকের রেখা যদি দেখা যায় দূর সীমানায়,
যদি জ্বলে ওঠে কভূ আলোময় দীপ,
এই প্রত্যাশায় আজো আছি অপেক্ষায়।
জীবন রে, তুই কি শুধুই অপেক্ষার নাম?


০৬/০৫/২০২১ক
মিরপুর, ঢাকা।