.    এই পৃথিবীতে ছুটে আসা হাহাকারে ঠাসাঠাসি
                     স্বর্গচ্যুত মানুষের এ জীবন যেন
        না লেখা একটি কবিতার বর্ণিল-পাণ্ডুর ছবি।
         মানুষেরা এক জীবনযুদ্ধের ব্যর্থতার শেষে
          কুয়াশায় আবৃত ধূসর জ্যোৎস্নার প্রান্তরের
                       বিরহকাতর নির্ঘুম রাতের কবি।
                               ইচ্ছেনদীর শীতল জলে
      ছন্দময় সাঁতার কাটার অপূর্ণ মরমী স্বপ্ন নিয়ে
                  বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে উজানে ছুটে চলা।
                  হুল্লোর আড্ডায় কিছু সময় কাটিয়ে
         পৃথিবীর সাগরের বেলাভূমে পদচিহ্ন রেখে
  পরিচিত মানুষের সাথে ভারাক্রান্ত মনে কথা বলা।
                       অতঃপর, খাওয়া-দাওয়া শেষে
    চকচকে নতুন কাপড় পরে, গায়ে খুশবু মাখিয়ে
             ভুবনগ্রামের সীমানাকে একপাশে রেখে
       প্রতিদ্বন্দ্বীহীন কোন রাজার শহরে চলে যাওয়া।
          দুর্বোধ্যের মূল্যহীন একঘেয়েমীর এ জীবন
                    শ্বাসপ্রশ্বাসের স্পন্দিত হৃদয় নিয়ে
বায়বীয় কামনার জলে স্বপ্নীল পালের নৌকা বাওয়া।
                জীবনের শেষে সবকিছু শূন্য মনে হয়;
             পণ্ড মনে হয়, তুচ্ছ মনে হয় সকল সময়।


৩১/০৫/২০২২
মিরপুর, ঢাকা।