বিম্ব হইতে উৎপন্ন বিম্ববৎ মানুষের দেহ,
মিলিত হবে আবার বিম্ব মাঝে; রহিবে না কেহ
মর্ত্যলোকে চিরকাল কান্তিমান, ক্ষয়িষ্ণু সংসারে।
অতএব, বিনীতস্বভাবে চলো, রহো শুদ্ধাচারে
কর্মদাক্ত মহীতলে, স্বচ্ছজলবৎ হিতকারী
এই মানুষের মাঝে; সংসারী হয়েও অসংসারী
হও চির সত্যসন্ধে, চরম অসূয়াশূন্যতায়;
ধরণীতে পুজনীয় রবে মানুষের চেতনায়।


স্খলিত কবীর বলে- শুনো, হে মানুষ, বীর্যবান!
পরহিত কর্মে রত মানুষেরা জগতে বিদ্বান।
ক্ষমতার রাজদণ্ড, অর্থের প্রাচুর্য মূখ্য নয়,
মানব জীবন যেন মানুষের তরে ব্রত হয়।
বিম্বের শূন্যতা নিয়ে সৃষ্ট এই মানব জীবন,
সর্বভূতে হিতকারী হোক, করে আনন্দবর্ধন।


২৮/০২/২০১৯
মিরপুর, ঢাকা।