কেনো বেঁচে আছো এই পৃথিবীতে? কি চাও জীবনে? জানো না।
'সুখ সুখ' করে ঘুরেফিরে মরো, সুখের নিয়ম মানো না!
ভেবেছো কি তুমি, কি চাও জীবনে প্রকৃত সুখের জন্যে?
বিষয়-আসয়ে সুখ খুঁজে নিতে মিছে ঘুরো হয়ে হন্যে।
অঢেল অর্থ, বাড়ি-গাড়ি-ধন সুখ এনে দিতে পারে না,
দুঃখকে যতো ছেড়ে যেতে চাও, দুঃখ কখনো ছাড়ে না!
ঠিক করে নাও পৃথিবীর বুকে জীবনের কতো মূল্য,
একবার আসা মানুষের প্রাণ, বলোতো কিসের তুল্য?
মানুষ জীবন পরিযায়ী পাখি উড়ে চলে সে নিরন্তর,
কখন, কোথায় বাস হবে তার? জানে না যে তার অন্তর।
মানুষ জীবন একবার এলে, চলে যতে হয় আবার,
প্রস্তুতি নাও প্রতিক্ষণ তুমি চিরতরে দূরে যাবার।
লক্ষ্য তোমার স্থির করে নাও, করে যাও তুমি কর্ম,
কর্মই হবে তোমার জীবনে দুঃখহরণ-বর্ম।
যতক্ষণ বাঁচো আলো-বায়ু-জলে, নিজেকেই করো সম্মান,
অতীতের শোক ভুলে গিয়ে হও বর্তমানের সন্তান।
ভবিষ্যতের দুঃশ্চিন্তাটি আনিও না মনে তুমি আজ,
অনুভবে হবে মানবজীবনে তুমি যেন এক মহারাজ!


১০/০৩/২০২২
মিরপুর, ঢাকা।