জীবনের নানা বাঁকে থাকে সুশোভন
কতশত কাজ- বই পড়া, প্রেম করা,
ছবি আঁকা, নদী দেখা, গল্প-গান শোনা,
কবিতায় সুখ খোঁজা। রাজনীতিকের
ঘোরালো গলিতে অবান্তর হেঁটে চলা।
মুহূর্ত-নীরবে আসে মার্ক্স-এঙ্গেলস,
ভিঞ্চি, পিকাসো, লেনিন, মুজিব, নজরুল,  
বিটোফেন, সক্রেটিস ও ম্যাকিয়াভ্যালি।


বিশ্বজগতের জ্ঞানভাণ্ডারে কতো কি
ইতস্তত পড়ে আছে! অসমাপ্ত তৃষ্ণা
নিয়ে চলে যাবো দূরে, অশেষ জগতে।
যতক্ষণ আছে প্রাণ, যতটুকু জল,
অনর্গল ঢেলে দিয়ে ঊষর মরুতে
সুরের মুর্ছণা তুলবো জীবন-গীটারে।


০৯/১০/২০১৮
মিরপুর, ঢাকা।