কবিতা জীবন নয়, জানি, জীবনও কবিতা নয়;
জীবনের অর্থ খুঁজতে গিয়ে- তাই ঘুরছি জগৎময়।
জীবন হলো ক্ষুধার জ্বালা- অগ্নিঝরা রাত,
জীবন হলো পাষাণ কারা- এক অভিসম্পাত।
অনাকাঙ্খিত শিশুর জন্ম ডাস্টবিনে তার লাশ,
জীবন মানে বাউরি বাতাস- ধর্ষিতার দীঘল শ্বাস।
জীবন হলো টগবগে যুবার উদ্বাহু হাত- মুক্তির শ্লোগান,
স্বৈরাচারীর গুলির মুখে জীবনের অবসান।


চৈত্রের মাঠে বিষন্ন চোখ, খরাক্রান্ত মাঠ,
নদী-ভাঙা-পাড়ের মানুষ দুঃখের চারুপাট।
জীবন হলো সন্তান হারা পিতার আহাজারি,
যৌতুক-লোভীর পাষন্ডতায় ক্ষত বিক্ষত এক নারী।
এসিডে ঝলসানো কিশোরীর দেহ
                     অথবা শিশুর বিকৃত এক লাশ;
জীবন মানেই আশার নদীতে নৌকা বাওয়া
                      উজান স্রোতেই বার মাস।
খুঁজছি আমি অর্থখানি এই জীবনের ভাই-
দেখি, শোক ঝরা এক বিষন্নতা পুরো জীবনটাই।


জীবনের অর্থ কী!
সুখের আশায় চন্দন ফোঁটা দুঃখের আঁকিবুকি।