এই   জীবনের সুখ মিলনে খুঁজেছি
       পাওয়ার আশায়
               হাতটি রেখেছি হাতে;
দুই   নয়নের জলে শুধু ভেসে গেছি
       উতরোল হয়ে
               নীরবে কেঁদেছি রাতে।


শুধু   পাওয়ার আশায় বসে থাকি পথে
       চাওয়াগুলো সব
               ছুটে চলে অজানায়;
শত   ছলনায় দ্রুতগামী এক রথে
       গেয়ে যায় গান
               হতাশার বেদনায়।


কত   স্বপ্নে বিভোর কবিপ্রাণ নাচে
       কবির কবিতা
               ভোরের আলোয় জাগে;
বহু   স্নিগ্ধ আলোকে মধুরিমা যাচে
       উন্মুখ হয়ে
               সবিতার অনুরাগে।


২২/১০/২০১৯
মিরপুর, ঢাকা।