এ কেমন জীবন খেলা?
সুখের আশায় ঘর বাঁধিয়া
বেদনাতে গেলো বেলা॥


চাওয়া-পাওয়ার দ্বন্দ্বে যখন
সরল মনের হয় রে মরন
বাড়ে তখন রক্তক্ষরণ
প্রেমের নামে অবহেলা॥


কল্পতরুর রঙিন মূলে
গজায় যখন কণ্টকের হার,
হিরন নদীর বিজন কুলে
জলের তাড়া হয় বেসুমার।


উতরোল এ প্রাণ কেঁদে যায়
একটু সুখের পরশ চায়
পড়ে থাকে মৃতের প্রায়
ধীরে ধীরে ডুবে বেলা॥


০৮/০৫/২০২১
মিরপুর, ঢাকা।