(শিশুতোষ নয়; বুড়োতোষ ছড়া!)
-----------------------------
কয়লা দিয়ে দাঁত মেজেছো কি?
চুল কি ধুইছো 'পাঁচশ সত্তরেতে'?
তিব্বত স্নো, টেলকম পাউডার মেখে
সেজেছো কি অনুষ্ঠানে যেতে?
পালক দিয়ে চুলকিয়েছো কান?
মাথা ঠাণ্ডা করছো সর্ষে-তেলে?
খেলেছো কি ফুটবল জাম্বুরাতে?
পড়েছো কি ল্যাম্প-হারিকেন জ্বেলে ?
হ্যাজাক আলোয় যাত্রা দেখেছো কি?
তা-ই যদি হয় ঠিক,
তবেই, জেনো, তুমি কিংবদন্তী।


দলবেঁধে কি গেছো স্কুলেতে?
লাইডুবানী খেলছো নাদীজলে?
চাঁদের আলোয় গোল্লাছুট আর বৌ-চি
খেলেছো কি ছেলেমেয়ে মিলে?
বুক পকেটে রাখা কলমেতে
পকেটটি কি ভিজেছে কালিতে?
তা-ই যদি হয় ঠিক,
তবেই, তুমি কিংবদন্তী জেনো,
বর্তমানের জটিল পৃথিবীতে।


উচ্চদামে ব্ল্যাকে টিকেট কিনে
দেখেছো কি প্রেক্ষাগৃহে ছবি?
'আড়াইউল্লা' খেয়েছো কি তুমি
ভাইয়ের নতুন শশুরবাড়িতেই?
তাই যদি হয় সত্যি,
কম্পিউটারের এই আধুনিক যুগেই
স্মার্টফোনের তথ্য-প্রযুক্তিতে
জীবন্ত এক কিংবদন্তী তুমিই।


২৬/০২/২০২২
মিরপুর, ঢাকা।