নতুন সংসার গড়িয়াছি দোঁহে পরস্পর,
নিজের ইচ্ছায়- যার নাম ভালবাসা।
সংসারের টুকিটাকি, এটা সেটা কত কথা!
ঘুমুনোর আগে খানিক ঘামাতে
এলেবেলে কথা, কঙ্কণের ধ্বণি- রুনুঝুনু স্বর;
শান্ত নদীতে জাগে অনিন্দ্য এক শ্যামলিমা চর।
তারপর-
ঝড়ের প্রাবল্য, শিহরণ; ঘামের অতলে সিক্ত
    ঘুমপাড়ানিয়া- ঘুমকাতুরে মেয়েদের দল।


সকালের সুরভীত টুং-টাং চা-য়ে,
কখনো সখনো ভুলভাল করে,
চীনাদের চিনির বদলে;
রবি ঠাকুরের 'আমি চিনিগো চিনি... ' এই কথা বলে -
চামুচে চামুচে তুলে দেই সমুদ্রবালক-
নিমুককিশোর!


কর্মশেষে আনন্দের ফুল্লরি ছড়ায়ে
ফিরে আসি ফের সুনসান নীড়ে।
এটা সেটা অর্থহীন কত কথা!
কুটা-বাটা শেষ করে
চুলার তাতালো কড়াইয়ের তেলে
ঢেলে দেই আলু-পটল-বেগুন, শিম-বরবটি,
হরেক আনাজ- তরিতরকারি;
জীবনের দরকারি।


আনমনা হয়ে ঘটায়েছি কতো অঘটন!
হলুদিয়া পাখির মতোন হলুদের স্থলে,
অগ্নিকন্যা মরিচের গুড়া দিয়েছি যে ঢেলে।
অতঃপর,
চোখে-মুখে বইতো জলের উষ্ণ পস্রবণ;
প্রগাঢ় আঁধারে জেগে উঠা জোনাকির আলো-
সোহাগী গীতের তালও,
একাকার হতো নিপুণ কৌশলে আনন্দ অপার!
অথচ এখন সকলই রঙহীন, পানসাটে স্বাদ;
যা ছিলো বড়োই চমৎকার!


১২ জ্যৈষ্ঠ, ১৪২৪
২৬/০৫/২০১৭
মিরপুর, ঢাকা।