জলেতে ফেলেছি জাল,
বসে আছি নদী তীরে;
চেয়ে থাকি চিরকাল,
কখন আসবে ফিরে?
গহণ হদয় মাঝে,
সুরে সুরে উঠে গান;
শিহরণ জাগে সাঁঝে,
ভয়ে মরে এই প্রাণ।
তোমারই কথা ভেবে
বসে আছি রাতভর;
তুমি কি আমায় নেবে
প্রিয়তম সুন্দর!
শাওনের ভেজা বেলা
দ্রুতলয়ে নামে রাত;
আকাশে রঙের খেলা,
ঘুটায়ে নিও না হাত।
তোমাকে ধরেছি প্রাণে,
হারাতে চাই না আর;
সুর তোল গানে গানে,
হে অতীব চমৎকার!


২০/০৭/২০১৭
মিরপুর, ঢাকা।